মহসিন কলেজে ছাত্রলীগের দুই গ্রহপের সংঘর্ষ

1

নিজস্ব প্রতিবেদক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ কর্মী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবি চিনানকে (২১) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস জাহান বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র জানায়, একটি অনুষ্ঠানের বিষয়ে মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক বোরহান গ্রুপ এবং আরেক যুগ্ম আহবায়ক আনোয়ার পলাশ গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে। এতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আবি চিনান আহত হয়। দফায় দফায় কয়েকবার সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে আহত কলেজ ছাত্র আবি চিনানকে দুপুর ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে ২৫ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করেন দায়িত্বরত চিকিৎসক।