মসজিদ থেকে ধর্মীয় নেতার অনুসারীদের বের করে দিলো তুরস্কের পুলিশ

10

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় তিনটি মসজিদ থেকে জোর করে এক ইসলামপন্থী নেতার অনুসারীদের জোরপূর্বক বের করে দিয়েছে কর্তৃপক্ষ। তুর্কি পুলিশ জানিয়েছে, করোনা বিধিনিষেধের বিরুদ্ধে উসকানি দিতে তারা নামাজ আদায়ে জড়ো হয়েছিলেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ঘটনার ভিডিও ফুটে দেখা গেছে, গাজিয়ানটেপ এলাকায় রবিবার একদল মানুষকে জোর করে মসজিদ থেকে বের করছে পুলিশ। এসময় অনেকেই চিৎকার করে বলছিলেন, আমরা কোরআন তেলাওয়াত করছি। এক পুলিশ কর্মকর্তা তখন পিপার স্প্রে ব্যবহার করেন।
সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া মে মাসের মাঝামাঝি পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে। কিন্তু লকডাউনের আওতায় মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ নয়। কিন্তু গাজিয়ানটেপ কর্তৃপক্ষ বলছে, কোনও অনুমতি ছাড়াই রমজানের শেষ দিনগুলো মসজিদে অবস্থান নিতে চেয়েছিল এই মানুষেরা। সোমবার স্থানীয় গভর্নরের কার্যালয় জানায়, তিনটি মসজিদে অবস্থান নেওয়া ৭৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে এবং তদন্ত চলমান।