মসজিদে রেড ক্রিসেন্টের স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

13

কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে ১৬ এপ্রিল নগরীর বিভিন্ন মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান গাজী মো. ইফতেকার হোসেন ইমু এর নেতৃত্বে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কদম মোবারক জামে মসজিদ ও চকবাজার অলি খাঁ মসজিদের জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লীদের মসজিদে প্রবেশের পূর্বে জীবাণুনাশক করার লক্ষ্যে হাতে হ্যান্ড স্যানিটাইজার ছিটানো হয় এবং মাস্ক বিতরণ করা হয়।
এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন এলাকার নিম্নমধ্যবিত্ত, দরিদ্রদের মাঝে উপহার বিতরণ করা হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার ও সেহরি বিতরণের অংশ হিসেবে নগরীর টেরিবাজার, লালদিঘী, কেসি দে রোড, নন্দনকানন, এনায়েত বাজার, ডিসি হিল, চেরাগী পাহাড় এলাকায় বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমসমূহে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান দীপ্ত বিশ^াস, রক্ত বিভাগীয় প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, কার্যকরী পর্ষদ সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা। বিজ্ঞপ্তি