মসজিদের ইমাম মুয়াজ্জিনদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

26

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সারাদেশের সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঈদ উপহার হিসাবে অনুদানের অংশ হিসাবে গতকাল রাউজান উপজেলার ৬ শত ১৭ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মাঝে অনুদান প্রদান করা হয়। অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমমি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.জোনায়েদ কবীর সোহাগ। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার প্যনেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, সেয়দ আবদুল জব্বার সোহেল, বিএম জসিম উদ্দিন হিরু, তষলিম উদ্দিন চৌধুরী, রোকন উদ্দিন, রাউজান পৌরসভার কাউন্সিলর জানে আলম জনি, শওকত হাসান চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন রাউজান উপজেলা ফিল্ড সুপারভাইজার মো খোরশেদুল আলম ও মডেল কেয়ারটেকার হাসান মুরাদ প্রমুখ। অনুষ্ঠান শেষ প্রধান অতিথি ইমাম-মুয়াজ্জিনদের প্রতি মসজিদে ৫০০০ করে নগদে বিতরণ করেন।