মশক নিধনে ঢাকার দুই সিটি করপোরেশনের সমান বরাদ্দ চায় চসিক

13

নিজস্ব প্রতিবেদক

মশক নিধনে রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রত্যেককে দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। জনসংখ্যা ও আয়তনের দিকে প্রায় সমান হওয়া স্বত্তে¡ও চট্টগ্রাম সিটি করপোরেশকে (চসিক) মশক নিধন ও সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করতে ৫০ লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এ অবস্থায় সেটি বাড়িয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের সমান বরাদ্দের দাবি তুলেছেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সারাদেশে মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক ২০২২ সালের ৫ম আন্তঃমন্ত্রণালয় সভায় এ দাবি তুলেন তিনি।
এতে সায় দিয়ে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ মোকাবেলায় সরকারের সঙ্গে জনগণের অংশগ্রহণ একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন, সরকারের নানা কর্মকান্ডের পাশাপাশি এডিস মশার বংশবৃদ্ধি বন্ধে সাধারণ মানুষের সচেতনতাই ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করতে পারে। তিনি বলেন, চলতি বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা দেখা যাচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে। অন্য বছরে এসময়ে ডেঙ্গু তুলনামূলক এতো বেশি থাকে না। জলবায়ু পরিবর্তনের জন্যই ডেঙ্গু পরিস্থিতি এ সময় আগের তুলনায় বেশি। এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, ডেঙ্গু বিরোধী মোবাইল কোর্টের অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিগত ৪ মাসে ১৬৩টি মামলায় ১২ লাখ ২১ হাজার ৫০০ টাকা ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ১৩৯টি মমলায় ৫৭ লাখ ৭৯ হাজার টাকা জরিমানা আদায় করে। ঢাকার দুই সিটি করপোরেশনের চেয়ে পিছিয়ে থাকলেও ১০০ মামলায় ৭ লাখ ৫৫ হাজার ৫শ জরিমানা আদায় করেছে চসিক।
সভায় মশক নিধনে চসিকের কর্মকান্ড জেনে জনসচেতনতা সৃষ্টিতে জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। একইসাথে পাঠ্য বইয়ে ডেঙ্গু সচেতনতার বিষয় সংযোজন করার প্রস্তাবও আসে সভায়।
তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিনসহ স্থানীয় সরকার বিভাগ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।