মরিস ঝড়ে রাজস্থানের প্রথম জয়

6

কাটার মাস্টার মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পর দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস ঝড়ে দিল্লি ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিলো রাজস্থান। ১৫ এপ্রিল বৃহস্পতিবার টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ২ বল এবং ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫.৫তম ওভারে আভেষকে ছক্কা মারতে গিয়ে ললিত যাদবকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ৪৩ বলে ৬২ রান করা মিলার। দলীয় স্কোর তখন ৭ উইকেটে ১০৪ রান। ম্যাচভাগ্য দিল্লির দিকে ঝুঁকছে।
এ অবস্থায় শেষ দুই ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ২৭ রান। ১৯তম ওভারে কাগিসো রাবাদাকে ২ ছক্কায় উড়িয়ে ১৫ রান নেন মরিস। শেষ ওভারে ১২ রান দরকার। বোলার টম কারান। প্রথম বলে দুই রান নেয়ার পর দ্বিতীয় বলে ছক্কা মারেন মরিস। পরের বলে ডট। চতুর্থ বলে ছক্কা মেরে রাজস্থানের জয় নিশ্চিত করেন ১৬ কোটি রুপির মরিস। ১৮ বলে ৩৬ রানে মরিস এবং ৭ বলে ১১ রানে অপরাজিত ছিলেন উনাদকাদ ।