মরিনহোর দরজায় পেরেজ, চাপে জিদান

31

দলের বড় সমর্থক রাফায়েল নাদালের বিয়ের রাতেই শনিবার রিয়াল মাদ্রিদের জন্য লজ্জার রাত নিয়ে আসে লা লিগা। এই মৌসুমে লা লিগায় রিয়াল প্রথম হেরে যায় মায়োর্কায় খেলতে গিয়ে। রিয়ালে হারে সুবিধা হয় বার্সেলোনার। ফরাসি কোচ জিদানের জন্য যা মোটেই সুখবর নয়। এরই মধ্যে খবর, ক্লাবের সাবেক কোচ জোসে মরিনহোর সঙ্গে যোগাযোগ করছে রিয়াল।
মাত্র একটা ম্যাচে হার, পয়েন্ট টেবিলেও দুই নম্বরে আছে রিয়াল। তবে এতেই চেয়ার গরম হয়ে উঠছে কোচ জিদানের। লিগ পারফরম্যান্সের চেয়ে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে বেশি বাজে অবস্থা রিয়ালের। প্রথম দুই ম্যাচের একটিতেও জিততে পারেননি তারা। হারের সঙ্গে আছে ড্রও। এই অবস্থায় মঙ্গল তুর্কি ক্লাব গ্যালাতসারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে লস বøাঙ্কোসদের। এই অবস্থায় এক স্প্যানিশ ট্যাবলয়েড খবর দিচ্ছে, সাবেক কোচ জোসে মরিনহোর সঙ্গে যোগাযোগ করেছে ক্লাব। পর্তুগিজ এই কোচের সঙ্গে নাকি গত ১২ মাস ধরেই যোগাযোগ রাখছেন ক্লাব সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ। স্প্যানিশ ট্যাবলয়েড এল চুরিংতো জানায়, ‘ব্যাপক চাপে আছেন কোচ জিদান। এই অবস্থায় মরিনহো দায়িত্ব নিতে ইচ্ছুক কিনা সেটা জানতে তার সঙ্গে যোগাযোগ করেছেন পেরেজ। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন মরিনহো। পেরেজের সঙ্গেও তার সম্পর্কটা বেশ ভালো।