মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী

7

 

মমতাজ উদ্দিন চৌধুরী একজন সমাজহিতৈষী, শিক্ষানুরাগী ও ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি ১৯৪৮ সালে ৩ নভেম্বর তিনি চট্টগ্রাম নগরীর আলকরণে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আবুল হোসেন চৌধুরী। মহীয়সী মাতার নাম লাজিমা খাতুন। মমতাজ উদ্দিন চৌধুরীর পৈত্রিক নিবাসি বাঁশখালি কালিপুর ইজ্জত নগরে। সম্ভ্রান্ত মরহুম আব্দুল গনি চৌধুরীর বংশে জন্মগ্রহণ করেন পিতা মরহুম আবুল হোসেন চৌধুরী। স¤প্রতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চৌধুরী লিখিত কালিপুর ইজ্জত নগরের ইতিহাস বইতে মরহুম মমতাজ উদ্দিন চৌধুরীর বংশীয় শাজারার ( বংশপরম্পরা) উল্লেখ পাওয়া যায়। মমতাজ উদ্দিন চৌধুরীর বাবা মরহুম আবুল হোসেন চৌধুরী শৈশবে ব্যবসার কাজে কালিপুর ইজ্জত নগর ত্যাগ করে আলকরন এসে ব্যবসা শুরু করেন এবং এখানেই স্থায়ি নিবাস গড়েন। মরহুম মমতাজ উদ্দিন চৌধুরীর ছিল ২ ভাই ৬ বোন। মা বাবার সংসারে তিনি ছিলেন সকলের বড়। ছোট ভাই মরহুম আরশাদ হোসেন খোকন ১৯৮৬ সালে একটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মমতাজ উদ্দিনের দুই ছেলে শাহাদাত হোসেন চৌধুরী রুমেল, পেয়ারুল মোস্তফা চৌধুরী ও দুইমেয়ে জনাব রোখসানা বেলি, ফাতেমা তুজ জোহরা কলি। বড় ছেলে শাহাদাত হোসেন রুমেলের পৃষ্টপোষকতায় মরহুম মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন গঠন করে পিতার সমাজ হিতৈষী কার্যক্রমকে সমাজে ছড়িয়ে দিচ্ছেন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের পর মমতাজ উদ্দিন চৌধুরী তাঁর আলকরণ বাড়ি হতে বর্তমান পঃ বাকলিয়াস্হ ইউনুস সড়ক মমতাজ উদ্দিন চৌধুরী বাই লেইনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাঁর কীর্তিকে অমর করে রাখতে এখানে মমতাজ উদ্দিনের নামে একটি বাইলেইনের নামকরণ করা হয়। মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন এলাকার উন্নয়নসহ করোনাকালে মানবিক সহায়তায় ব্যাপক কাজ করেছে। এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য দুটি সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়। গত ১০ এপ্রিল শনিবার পঃ বাকলিয়ার ভরাপুকুরস্হ ৩০০ পরিবারকে ইফতার সামগ্রী প্রদান করছেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাহেব। গত জানুয়ারিতে নগরীর ৪৫০০ জনকে করোনা টিকা প্রদান করেন সিভিল সার্জন চট্টগ্রামের তত্বাবধানে। তাহল পশ্চিম বাকলিয়ায় মমতাজ উদ্দিন চৌধুরী বাই লেইনে ৮০০ জন ভাসমান বস্তিবাসীদের জনসন -জনসন টিকা প্রদান কায্যক্রম, রুম ঘাটা বয়েজ ক্লাবের সহায়তায় ১২০০ জনকে, কাজেম আলি স্কুল এন্ড কলেজ ও সালমা সিরাজ মহিলা মাদরাসার ছাত্রীদেরকে ২০০০, ষোলশহর খতিবের পাড়ায় ৪৫০ জনকে টিকা প্রদান কায্যক্রম চালাই মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। ২০১৬ সালের ২৪ রমজান বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ঃ৩০ মিনিটি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক, আওলাদে রাসুল (দ.) আল্লামা হাফেজ কারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ)’র একনিষ্ঠ মুরিদ মমতাজ উদ্দিন চৌধুরী পঃ বাকলিয়াস্থ মমতাজ উদ্দিন বাই লেইনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। পরদিন জুমাবার বাদ জুমা দেওয়ানবাজার মদিনা মসজিদে বিপুলসংখ্যক রোজাদার ইমানদার মুসলি­ দের উপস্থিতিতে মরহুমদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ওফাতের সময় মরহুম একমাত্রস্ত্রীসহ দুই ছেলে মুহাম্মদ । আগামী ২১ রমজান হতে ২৪ রমজান মরহুম মমতাজ উদ্দিন চৌধুরীর ৬ ওফাৎবার্ষিকী উপলক্ষে নগরীর ৪ টি এতিমখানা ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করবে মমতাজ উদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। নগরীর ৪ টি মসজিদে বাদ এশা বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এই দিনগুলোতে।