মমতার হার ফিন্যান্স প্রকল্পের সনদ বিতরণ

46

বিএসআর এর সহায়তায় মমতার পরিচালনাধীন হার ফিন্যান্স প্রকল্পের উদ্যোগে সম্প্রতি নগরীর মনসুরাবাদস্থ ফ্যাশন ওয়াচ (বিডি) লি. ও কাট্টলী টেক্সাটাইল্স লি. এর গার্মেন্টস শ্রমীকদের আর্থিক ব্যবস্থাপনা ও ডিজিটাল পেরোল বিষয়ক প্রশিক্ষনের সনদ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিএসআর এর হারফিন্যান্স ম্যানেজার ইল্লা মোফাত, বিএসআর হারফিন্যান্স কোঅর্ডিনেটর তাসলিমা খানম, মমতার প্রধান নির্বাহী লায়ন আলহাজ্ব রফিক আহমদ, মমতা’র সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, এশিয়ান গ্রূপের পরিচালক নিকোলাশ বিশ্বাস, ফ্যাশন ওয়াচ (বিডি) লি. এর জিএম এমরান হোসেন, টেকনিক্যাল অডিট ম্যানেজার নুরুল আলম, কাট্টলী টেক্সাটাইল্স এর পরিচালক সোহেল বড়ুয়া, কাট্টলী টেক্সাটাইল্স এর জিএম মোহাম্মদ মহসীন, কম্মায়ান্স অফিসার মো. মোরশেদ, প্রকল্প সমন্বয়কারী রুমি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে হার ফিন্যান্স প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সহায়তা করায় ফ্যাশন ওয়াচ (বিডি) লি. ও কাট্টলী টেক্সাটাইল্স লি. কে সনদপত্র বিতরণ প্রদান করা হয় এবং প্রশিক্ষন সমুহে অংশগ্রহণ করে যেসব পিয়ার এডুকেটর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন তাদেরকে স্বীকৃতি স্বরূপ সনদপত্র প্রদান করা হয়। সনদপত্র বিতরণ পূর্বে এক আলোচনা সভায় বক্তারা বলেন, “এই প্রকল্প বাস্তবায়নের ফলে গার্মেন্ট্সে এর কর্মীরা বিশেষত নারী শ্রমীকদের আর্থিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে।
যেখানে পূর্বে ফ্যাক্টরীগুলো সনাতন পদ্ধতিতে শ্রমিকদেরকে নগদে বেতনভাতা পরিশোধ করতো সেখানে বর্তমানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করায় মালিক ও শ্রমিক উভয়ের জন্য সুবিধা হয়েছে। শ্রমিকরা সহজ ও নিরাপদ উপায়ে তাদের মাইনে পাচ্ছেন এবং অপরদিকে ফ্যাক্টরীরাও কম সময়ে বিপুল সংখ্যক শ্রমীককে এক সাথে বেতনভাতা পরিশোধ করতে পারায় সময় সাশ্রয় হচ্ছে। এছাড়াও নারী শ্রমিকরা বর্তমানে তাদের আর্থিক ব্যবস্থাপনা ও সঞ্চয়ের বিষয়েও দক্ষতা লাভ করতে সক্ষম হয়েছে যার ফলে তারা ব্যক্তিগত ও পারিবারিকভাবে উপকৃত হচ্ছে।” এই প্রকল্পটি সফল বাস্তবায়নের জন্য বক্তারা বিএসআর ও মমতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি