মমতা’র মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

5

বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা’র উদ্যোগে মাঠ পর্যায়ে নিয়োজিত কর্মীদের জন্য মোবাইল ফটোগ্রাফি কর্মশালা সম্প্রতি নগরীর হালিশহরস্থ মমতা প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মমতা’র আইসিটি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উক্ত কর্মশালা মমতা’র কৃষি, মৎস্য, প্রানিসম্পদ ইউনিট, সমৃদ্ধি ও প্রবীন কর্মসূচি এবং প্রশিক্ষন, মূল্যায়ন ও গবেষনা বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মমতা’র প্রধান নির্বাহী রফিক আহামদ এর সার্বিক নির্দেশনায় উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উক্ত কর্মশালায় সেশন পরিচালনা করেন মমতা’র পরিচালক তৌহিদ আহমেদ ও মমতা’র ক্যামেরা পার্সন (ফটোগ্রাফি) নিলয় মজুমদার। প্রশিক্ষন কর্মশালায় উদ্বোধনী সেশনে উপস্থিত ছিলেন মমতা’র উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন। কর্মশালায় মোবাইল ফটোগ্রাফির বেসিক ধারনা, বিষয় নির্বাচন, ম্যাপিং ও লাইট ব্যালেন্স, আউটডোর ফটোগ্রাফি ইন ডে লাইট, ফটোগ্রাফি উইথ ফ্ল্যাশলাইট ইত্যাদি বিষয়ে সাম্যক ধারনা প্রদান করা হয়।