মমতার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

17

 

মমতার বার্ষিক সাধারণ সভা-২০২০ ও নির্বাচন গত ২৬ ডিসেম্বর নগরীর কাজির দেউরীস্থ ব্রাক লার্নি সেন্টার অনুষ্ঠিত হয়েছে। ত্রি-বার্ষিক নির্বাচনে (২০২১-২৩) মো. জাহাঙ্গীর আলম জোসেফকে সভাপতি ও আবুল মনুসর মোহাম্মদ মাসুদকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ, সাবিহা নাহার বেগম চেয়ারম্যান করে উপদেষ্টা পরিষদ এবং কে এম ছাদুল্লা চিস্তীকে সভাপতি করে উন্নয়ন কমিটি গঠিত হয়। মমতার কার্যকরী পরিষদের সভাপতি বদিউজ্জামান খান ননীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মমতার সাধারণ সদস্য অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ। উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মো. সোহানুর মোস্তফা শাহারিয়ার। নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন মমতার উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক । সভায় মমতার সাধারণ সম্পাদক মনসুর মাসুদের পক্ষে বিগত সভার প্রস্তাবাবলী ও বার্ষিক প্রতিবেদন ২০২০ পেশ করেন মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার এবং কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেনের পক্ষে ২০১৯-২০২০ অডিট রিপোর্ট পেশ করেন পরিচালক অর্থ ইকবাল আল মাহামুদ। সভায় বিগত সভার প্রস্তাবলী, বার্ষিক প্রতিবেদন ২০২০ ও ২০১৯-২০২০ অডিট রিপোর্ট সর্বসম্মতভাবে গৃহীত ও অনুমোদিত হয়। এরপর মমতার নতুন বছরের ডায়রীর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। সভায় উপস্থিত ছিলেন ডা. হাফিজুল ইসলাম, মো. হারুন ইউসুফ, এসএম মোরশেদ হোসেন, অধ্যাপিকা পূরবী দাশ গুপ্তা প্রমুখ। বিজ্ঞপ্তি