মমতার গল্পবলা ও রচনা লিখন প্রতিযোগিতা

84

পিকেএসএফ এর সহায়তায় ও মমতা কর্তৃক বাস্তবায়নাধীন সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির উদ্যোগে গল্পবলা ও রচনা লিখন প্রতিযোগিতা গত সোমবার মমতার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় নগরীর হালিশহরস্থ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। এসময় উপস্থিত ছিলেন মমতার সিনিয়র পরিচালক (সমন্বয়) স্বপ্না তালুকদার, পরিচালক (এমআইএস) সুব্রত বড়–য়া, সিনিয়র অফিসার এ.এ.কে. আরেফউদ্দীন ফাহিম, মমতার সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি সংগঠক সিফাত কবির খান প্রমুখ। প্রতিযোগিতায় গল্পবলা ইভেন্টে ২টি গ্রæপ ও রচনা লিখনে ২টি গ্রæপ হতে বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনা করেন শিল্পী প্রবীর পাল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পূর্বে এক আলোচনায় মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক বলেন, পিকেএসএফ এর সহায়তায় মমতা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিশুদের মেধা বিকাশে ও তাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। বিজ্ঞপ্তি