মমতার খতমে কোরআন ও দোয়া মাহফিল

117

মা ও শিশু স্বাস্থ্য সেবায় মমতা ১৩ বার জাতীয় পুরস্কার ও পরপর টানা পাঁচবার এ খ্যাতি অর্জনে গত ১৩ জুলাই মমতার প্রধান কার্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে পবিত্র কোরান খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খতমে কোরআন, দোয়া মাহফিল শেষে করোনা পাদুর্ভাবের ফলে পরলোকগমনকারী, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিগনের এবং অন্যান্য সকলের জন্য ও মমতা’র সকল কর্মসূচি/প্রকল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী। উক্ত আয়োজনে অনুক‚ল ফাউন্ডেশন এর সিইও আনোয়ার কামাল মজুমদারের মৃত্যুতে মমতার পক্ষে শোক জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতপূর্বক এক আলোচনায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আনোয়ারুল হক আযহারী বলেন, মমতা মা ও শিশু স্বাস্থ্য সেবায় একটি আস্থাভাজন সংস্থা হিসেবে সকলের কাছে প্রতিষ্ঠিত একটি নাম। যার স্বীকৃতি এ পুরস্কার। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে মমতার জাতীয় পুরস্কার প্রাপ্তি আমাদের সকলের জন্য অত্যান্ত গর্বের বিষয়। বিজ্ঞপ্তি