মমতার উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক প্রতিযোগিতা

54

হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ও উত্তর মাদার্শা এবং চন্দনাইশের বরকল ইউনিয়নের জনসাধারণের জন্য পিকেএসএফ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা পরিচালিত সমৃদ্ধি কর্মসূিচর উদ্যোগে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে। মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে সমৃদ্ধি কর্মসূচির আওতায় যুবদের নিয়ে একটি প্রতিযোগিতার অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরন করে প্রতিযোগিতাটির সকল প্রক্রিয়া ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। প্রতিযোগিতার বিষয়: কবিতা (জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর উপর এ৪ সাইজের সাদা কাগজে হাতে লিখা বা টাইপ করা অনধিক ১০০০ শব্দ। অবশ্যই কবিতার শিরোনাম,কবির নাম,মোবাইল নং এবং সংক্ষিপ্ত ঠিকানা থাকতে হবে। প্রবন্ধ/গল্প রচনা বিষয়: ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ এবং প্রবন্ধের বিষয়: ‘সমৃদ্ধ বাংলাদেশ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাবনা’ অনধিক ২০০০ শব্দের হতে হবে এবং অবশ্যই লেখকের নাম, মোবাইল নং এবং সংক্ষিপ্ত ঠিকানা (ওয়ার্ড নং সহ) থাকতে হবে। চিত্রাংকন (মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিষয়কে প্রাধান্য দিতে হবে। তৈল রং, এক্রাইলিক রং,জল রং,রং পেন্সিল,পেস্টেল রং ইত্যাদি ব্যবহার করা যাবে)। উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় যুবদের সামাজিক কাজে গুরুত্বপূর্ন অবদান, একক ও যৌথ (বিষয়:-ছোট ছোট অবকাঠামো নির্মান ও মেরামত,পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ, আর্ত-মানবতার সেবা, সামাজিক ব্যাধি প্রতিরোধ সহ যে কোন সামাজিক কর্মকাÐ)। প্রতিযোগিতায় অংশগ্রহনে আগ্রহী যুব সদস্যদেরকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরকল ০১৭২২৫৪৩৩৩০, উত্তর মাদার্শা ০১৭১৬১৭৮৩৬২, গড়দুয়ারা ০১৬১৫৯৩০১৬০ এবং বিশেষ প্রয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর ফোকাল পারসন ০১৬৭৩১১৭৬০৪ নাম্বারে যোগাযোগ করতে আহবান করা হয়েছে। বিজ্ঞপ্তি