মমতাজ উদ্দিন ও খালিদ হোসেনের প্রতি শ্রদ্ধাঞ্জলি

67

মোরাপত্র লেখক সমাজ (মোপলেস) চট্টগ্রাম এর উদ্যোগে ২৯ জুন শনিবার সন্ধ্যায় কদম মোবারক এম ওয়াই উচ্চ বালক-বালিকা বিদ্যালয়ে বরেণ্য শিক্ষাবিদ, নাট্য নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ও নজরুল সঙ্গীতশিল্পী ও গবেষক খালিদ হোসেনকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোপলের এর প্রতিষ্ঠাতা সভাপতি সজল দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বরেণ্য বুদ্ধিজীবি প্রবীন রাজনীতিবিদ ও সমাজসেবক এডভোকেট মনজুর মাহমুদ খান। উদ্বোধক ছিলেন বিশিষ্ট কলামিষ্ট, সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এ.কে.জাহেদ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা শিক্ষা ও সংস্কৃতি অনুরাগী আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের কার্যকরী কমিটির সভাপতি মো: কামাল উদ্দিন চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ওচমান জাহাঙ্গীর, সংগঠক সুজিত চৌধুরী মিন্টু, কবি ও সংগঠক আসিফ ইকবাল, সংগঠক দিলীপ সেন গুপ্ত। উপস্থিত ছিলেন সাংবাদিক দিদার আশরাফী, মিডিয়া ব্যক্তিত্ব আলী আহামেদ শাহিন, ডাঃ আশীষ চৌধুরী, আবদু রউফ পাটোয়ারী, সাংবাদিক নাসির হোসাইন জীবন, ছাত্রনেতা বোরহান উদ্দিন গিফারী, সংগঠক শিমুল দত্ত, মো: বাদশা শেখ, মো: শাবরাজ খাঁন মিরাজ, হাসান মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ ইমরান, সংগঠক আবদুল্লাহ মজুমদার, সংগঠক রতন ঘোষ ও মো: জাফর আলম প্রমুখ। শিল্পী ও সংগীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ এর পরিচালনায় অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন শিল্পী কাকলী দাশ গুপ্তা ও গণ সংগীত শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি এডভোকেট মনজুর মাহমুদ খান বলেন মোপলেস এর আয়োজনে দু’জন বরণ্য ব্যক্তিকে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি তাৎপর্য বহন করে। অধ্যাপক মমতাজ উদ্দিন শিক্ষা ও সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। তিনি একজন সৎ জনদরদী ও সত্যিকারের দেশপ্রেমিক মানুষ ছিলেন। তার অসংখ্য নাটক বেতার, টিভি ও মঞ্চে প্রচারিত হয়েছে। তিনি শত সহস্র শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের শিখা জ্বালিয়ে গেছেন। আর নজরুল সঙ্গীত শিল্পী খালেদ হোসেন কাজী নজরুল ইসলামের গানগুলো সুন্দরভাবে টিভি, মঞ্চ ও বেতারে উপস্থাপন করেছেন। এতে তিনি প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন। উদ্বোধক এ.কে আজাদ চৌধুরী বলেন দু’জন বরেণ্য ব্যক্তি অধ্যাপক মমতাজ উদ্দিন ও খালিদ হোসেন কে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটির গুরুত্ব অপরিসীম। তিনি মোপলেস এর পক্ষ থেকে তাদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করার জন্য সাধুবাদ জানান। কারণ যাদের অনুষ্ঠানগুলো করার কথা ছিল তারা সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত। বিজ্ঞপ্তি