মন্দির পুনঃনির্মাণে স্থাপত্য পরিদর্শনে শিক্ষা উপমন্ত্রী

53

 

গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে আধুনিক ও নান্দনিক মন্দির পুনঃনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউশনের মাধ্যমে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দেশ-বিদেশের ২৮জন আর্কিটেকটের উপস্থাপিত নকশা ও ডেমো গত ২৫-২৬ মার্চ মন্দির সংলগ্ন ভবনের ২য় তলায় প্রদর্শন করা হয়। প্রর্দশনীতে ২৬ মার্চ সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন এবং রাতে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশ্ববরেণ্য স্থপতিদের প্রস্তাবিত স্থাপত্য পরিদর্শন করেন।
এসময় তাঁরা গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদ নেতৃবৃন্দের সাথে আলোচনায় অংশ নেন এবং অতিথিরা মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উপস্থিত ছিলেন গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দে, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব, সাবেক সভাপতি হরিপদ দে, যুগ্ম সম্পাদক রুভেল দে, সৌমিত্র ভৌমিক, শ্যামল কুমার পালিত, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, ইঞ্জিনিয়ার কীর্তিমান সাহা, প্রকৌশলী বাবুল চৌধুরী, ইঞ্জিনিয়ার শৈবাল ভৌমিক, আর.কে দাশ রুপু, রতন সেন মুন্না, প্রকৌশলী সুমন সেন প্রমুখ। বিজ্ঞপ্তি