মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের সভা

20

 

মধুকৃষ্ণা ত্রয়োদশীর আসন্ন মন্দাকিনী স্নান উৎসবের প্রস্তুতি উপলক্ষে বিভিন্ন উপ-কমিটির সমন্বয় সভা নাজিরহাট নতুন রাস্তার মাথা শীল বাড়ি প্রাঙ্গণে পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবুল কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আশীর্বাদক ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ সেবাশ্রম ও কাটিরহাট লোকনাথ সেবাশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী মহারাজ। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান ডা. গোবিন্দ প্রসাদ মহাজন।
প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা ব্যাংকার বিজয় কৃষ্ণ বৈষ্ণব। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা প্রভাত চন্দ্র শীল, দাতা সদস্য কাজল শীল, ফটিকছড়ি উপজেলা শাখার নির্বাহী সভাপতি পন্ডিত তরুণ আচার্য্য কৃষ্ণ, দাতা সদস্য ডা. মানিক কুমার নাথ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. জয়টু কুমার শীল, সহ-সাধারণ সম্পাদক বাদল নাথ, ল²ণ নাথ, অর্থ সম্পাদক অনিল সেন, সহ-অর্থ সম্পাদক মাস্টার সাধন নাথ, উন্নয়ন কমিটির অর্থসচিব কেশব দেব, সাংগঠনিক সম্পাদক ছোটন দাশ, লিটন নাথ, দয়াল শীল, তন্ময় শীল ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ।
সভায় আসন্ন মধুকৃষ্ণা ত্রয়োদশীর মন্দাকিনী স্নান উৎসব উপলক্ষে আগামী ১৮ ও ১৯ মার্চ শনি ও রবিবার দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। স্নান উৎসবের প্রতিটি পর্বে সকল সনাতনী ভক্তবৃন্দের সপরিজন, সবান্ধব উপস্থিতি কামনা করেছেন মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পাঁচকড়ি শীল। বিজ্ঞপ্তি