‘মন্ডপে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে নজরদারি রাখা হয়েছে’

10

রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ার ১৫৮টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। গত ১১ অক্টোবর মন্ডপে মন্ডপে পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও আবাহনে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১৫৮টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ২০টি মন্ডপে রাখা হয়েছে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বলয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মংসা থোয়াই মার্মা জানান, পূজা মন্ডপের নিরাপত্তায় প্রতি দলে ১২ জন করে ১৬টি দল মাঠ পর্যায়ে কাজ করছে। প্রতি দলে ৪ জন সদস্যদের হাতে অস্ত্র দেয়া হয়েছে এবং বাকী সদস্যরা লাঠি হাতে দায়িত্ব পালন করবেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, উপজেলায় সড়ক কেন্দ্রিক বিভিন্ন পূজা মন্ডপ এবং কিছু গুরুত্বপূর্ণ মন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব মন্ডপে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। এছাড়া পূজা মন্ডপের নিরাপত্তায় পুলিশের ১৬টি ভ্রাম্যমাণ টহল টিম মাঠ পর্যায়ে কাজ করছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব মিল্কী বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যরা টহলে থাকবেন। মন্ডপের দায়িত্বরতদের একটি বিশেষ মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। পূজা চালাকালীন সময়ে যেকোন অপ্রতিকর ঘটনা এড়াতে বিশেষ নজরদারি ব্যবস্থা রাখা হয়েছে। আশা করি সুষ্ঠু পরিবেশে বরাবরের ন্যায় রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে। সরেজমিনে দেখা যায়, মন্ডপে মন্ডপে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।