মনোনয়ন পেতে আ.লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ

32

মানিকছড়ি প্রতিনিধি

দেশব্যাপি চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মানিকছড়ি উপজেলার তিনটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। ঘোষিত তফসিল পেয়ে সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। উপজেলা জুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। উপজেলা আওয়ামী লীগ ১২-১৪ নভেম্বর বর্ধিত সভা আহব্বান করেছেন। গত ১০ নভেম্বর নির্বাচন কমিশন এক সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপের তফসিলে ৮৪০টি ইউপিতে একযোগে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। ৩০-২ ডিসেম্বর আপিল, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি। মূহুর্ত্বের মধ্যে এ খবর ছড়িয়ে পড়ে তৃণমূলে। ফলে মানিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নের নির্বাচনী জনপদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে গতি বেড়েছে। ভোটারের চেয়ে নেতাদের কাছে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নানাভাবে দেন-দরবার, লবিং শুরু করেছেন। তবে প্রার্থী মনোনয়নে তৃণমুলের দাবী গুরুত্ব দিয়ে ত্যাগীনেতাকর্মীকেই দলীয় মনোনয়ন দিবে শীর্ষ নেতারা। তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যানরাই নির্বাচনী মাঠে দখলে রাখার চেষ্টা করলেও হেভিওয়েট বেশ কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ নেতা প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে তৃণমূলে কাজ করছেন। আর সদস্য ( মেম্বার) পদে গড়ে প্রতি ওয়ার্ডে ৩-৪ জন করে সম্ভাব্য প্রার্থী দলীয় মনোনয়ন পেতে গোপনে লবিং চালিয়ে যাচ্ছেন। উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যানেরা আবারও স্বপদে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করায় সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আগামী ১২ নভেম্বর তিনটহরী ইউনিয়ন, ১৩ নভেম্বর বাটনাতলী ইউনিয়ন ও ১৪ নভেম্বর মানিকছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা আহব্বান করেছেন। গত ১০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১নং মানিকছড়ি ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগ ও মারমা নেতা যোগ্য মারমা, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মো. আকতার হোসেন ভূঁইয়া। ২নং বাটনাতলী ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম মোহন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবদুর রহিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন।
৪নং তিনটহরী ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা ইউসিসিলি. সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন ভূইঁয়া ও প্যানেল চেয়ারম্যান মো. বাহার মিয়া। এছাড়াও ২নং বাটনাতলী ইউপিতে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে ইউপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত আতাঅং চৌধুরীর পুত্র মংশেপ্রু চৌধুরী প্রার্থী হওয়ার খবর পাওয়া গেলেও অন্য ইউপিতে এ রির্পোট লেখা পর্যন্ত অন্য আর কোন স্বতন্ত্র প্রার্থীদের নাম শোনা যায়নি।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও সভাপতি মো. জয়নাল আবেদীন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়ন নিশ্চিত করতে ১২-১৪ ডিসেম্বর সংশ্লিষ্ট ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা আহব্বান করেছেন।