মনোনয়নপত্র জমা দিলেন ৮ প্রার্থী

28

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তারা মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। তবে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই প্রার্থী।
গতকাল মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ও গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী। এর আগে গত বুধবার বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান ও ন্যাপের বাপন দাশগুপ্ত মনোনয়নপত্র জমা দেন।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান পূর্বদেশকে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। শেষ দুইদিনে মোট আট প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আচরণবিধি লঙ্ঘন করেননি কোনও প্রার্থী। আগামী ১৫ ডিসেম্বর প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে।’
সকাল ১১টা ২০ মিনিটে দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আজম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহের হোসেন চৌধুরী, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী, নোমান আলম মাহমুদ, শফিক আদনান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, জেলা ছাত্রলীগ সভাপতি এসএম বোরহান উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দিন আহমেদ পূর্বদেশকে বলেন, ‘বহুদিন পর বোয়ালখালীবাসী একজন আওয়ামী লীগ নেতাকে প্রার্থী হিসেবে পেয়েছে। আমার জন্ম বোয়ালখালীতে। কাজেই এলাকার প্রতি আমার বাড়তি টান আছে। বিএনপি মনোনীত প্রার্থী বহিরাগত হয়েও বোয়ালখালীর সেবা করার কথা বলছেন। প্রকৃতপক্ষে বাইরের লোক হওয়ায় বোয়ালখালীর উন্নয়নে তার কোনও আগ্রহ থাকবে না।
দুপুর ১টা ১০ মিনিটে মনোনয়নপত্র দাখিল করেন বিএনএফ সভাপতি আবুল কালাম আজাদ। এসময় তাঁর সাথে ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শফিউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা বিএনএফ সভাপতি আবু মো. শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মৌলানা ইউসুফ, নগর সাধার সম্পাদক আতিউল্লাহ ওয়াসিম, বোয়ালখালী বিএনএফ সভাপতি মুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিকি ও বিএনএফ ছাত্রফ্রন্ট সভাপতি সৈয়দ মাহবুব আজাদ।
মনোনয়নপত্র জমা দিয়ে বিএনএফ সভাপতি এসএম আবুল কালাম আজাদ পূর্বদেশকে বলেন, ‘এখনো মহাজোটের প্রার্থী হওয়া নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে আপনাদের জানানো হবে। এখন স্ব-স্ব দলের প্রার্থী হয়েই মনোনয়নপত্র জমা দিয়েছি।’
বিকাল ৩টার পরে আঞ্চলিক সার্ভার স্টেশনে মনোনয়নপত্র দাখিল করতে যান জাতীয় পার্টির প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এই নেতা দীর্ঘক্ষণ নির্বাচন অফিসের বাইরে অপেক্ষায় থাকেন। এসময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। উৎসুক নেতাকর্মীরা এই নেতাকে নিয়ে উৎফুল্ল ছিলেন।
এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এসএম ফরিদ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ও গণফ্রন্ট প্রার্থী উত্তম কুমার চৌধুরী মনোনয়নপত্র জমা দেন।
আইনশৃঙ্খলা সভা কাল : আগামীকাল সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা সভায়। এতে প্রধান অতিথি থাকবেন নির্বাচন কমিশনার কবিতা খানম। সভায় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।