মনের জানালা

104

আমার একটি প্রিয় জানালা আছে। জানালা বলতে অদৃশ্য কোন বস্তু নয়। বরং আসল একটি জানালা। যা দিয়ে বাইরে তাকালে দেখা যায় অপূর্ব দৃশ্য। সেই দৃশ্য আমাকে খুব মুগ্ধ করে। আমি নির্বাক হয়ে তাকিয়ে থাকি। রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে জানালার পাশে দাঁড়িয়ে আমি দেখতে পাই অসংখ্য সবুজ গাছ রোদের আলোয় ঝিকমিক করছে। হালকা বাতাস এলে গাছের পাতারা তিরতির করে নড়ে ওঠে। মনে হয় যেন আমি হীরার খনির সামনে আছি এবং এর ঝিকিমিকি সৌন্দর্যে আমি ভেসে যাচ্ছি। এর ঠিক বিপরীত পাশে দেখা যায় আরেকটি গাছ। সেটিও রোদের আলোয় চকচক করছে,তবে এর সাথে যোগ হয়েছে আরও একটি মনোমুগ্ধকর ব্যাপার থোকা থোকা গোলাপি বর্ণের ফুল, যেগুলো দেখলেই মন ভালো হয়ে যায়। এই জানালা দিয়ে শুধু প্রকৃতিই নয় কিছু বাড়ি ঘরও দেখা যায়।
সামনে তাকালে বিশাল একটা বিল্ডিং, নিচে তাকালে কিছু টিনের ঘর। তবে টিনের ঘরগুলোর মধ্যে একটা দোতলা বিল্ডিংও আছে। যেটির ছাদ সুন্দর নীল রঙের টিনের। টিনের ঘর আর বিশাল বিল্ডিং এর পাশদিয়ে পাহাড়ের উপর থেকে নিচে চলে গেছে একটা সুন্দর রাস্তা। সেই রাস্তায় মাঝে মাঝে গাড়ি চলে। যখন আকাশে মেঘ ভেসে বেড়ায় তখন দৃশ্যটি স্বপ্নের মতো লাগে। আমি প্রতিদিন সময় পেলেই জানালার কাছে বসি। উপভোগ করি প্রকৃতির অপরূপ শোভা।