মনের আলো জ্বালাতে হবে

62

দানবের সমাজ নয়, মানবের দেশ গড়তে হলে মনের আশার আলো জ্বালাতে হবে। যে তরুণ নিজ দেশের সংস্কৃতি চর্চা থেকে বিরত সে কখনো দেশপ্রেমিক ও প্রকৃত মানুষ হতে পারে না। শিল্পীরা শুধু সংস্কৃতিরই চর্চা করেন না, তাঁরা সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে বড় অবদান রাখে, যার প্রমাণ আমাদের মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা হয়েছে এই চট্টগ্রাম থেকে। গতকাল সকালে এনায়েত বাজার মহিলা কলেজস্থ প্রাঙ্গণে নগরীর ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গীত পরিষদের ৮০ তম বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান কথাগুলো বলছিলেন। পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুল মতিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তহুরুন সবুর ডালিয়া, অধ্যাপক তৈয়ব চৌধুরী ও প্রণব দাশগুপ্ত (বাসু)। অনুষ্ঠানে খ্যাতনামা রবীন্দ্র সঙ্গীত শিল্পী তুষার কান্তি বড়–য়া, নজরুল সঙ্গীত শিল্পী অধ্যাপক কাজী আয়েশা আমান ও লোকসঙ্গীত শিল্পী কল্পনা লালাকে সংবর্ধনা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সম্পাদক তাপস হোড়। প্রফেসর মান্নান আরো বলেন, মানবিক মুক্তমনা ও সহনশীল সমাজ গড়তে হলে সংস্কৃতিচর্চা অপরিহার্য। তাই আসুন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সকলে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। অনুষ্ঠানে ২০১৮ সালে পরিষদের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ছাত্র-ছাত্রীদের ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও ৬ষ্ঠ বর্ষে উর্ত্তীণ কৃতি ছাত্র-ছাত্রীদের সৌরিন্দ্র লাল দাশগুপ্ত (চুলুবাবু) স্মৃতি বৃত্তির অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, এডভোকেট অমিত কুমার দে, কোষাধ্যক্ষ রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, সাইফুর রহমান চৌধুরী ও রোটারী ক্লাব চিটাগাং সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান এস এ সাহেদ, অধ্যক্ষ বিজয় লক্ষী দেবী ও এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে আমার প্রিয় বাংলাদেশ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি তবলা লহড়া পরিবেশন করে পরিষদের ছাত্র-ছাত্রীবৃন্দ। নৃত্য নাট্য ‘অভিসার’ দর্শকদের প্রচুর প্রশংসা অর্জন করেছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পরিষদ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক দেবাশীষ রুদ্র। খবর বিজ্ঞপ্তির