মনুষ্যসৃষ্ট কারণে দিন দিন সৌন্দর্য হারাচ্ছে নগরী

11

 

নগরীর সড়ক ও ফুটপাতে অবৈধ পার্কিং, দোকান পাট, ভাসমান ভ্যানগাড়ি উচ্ছেদের লক্ষ্যে চসিক, সিডিএ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও সিএমপি প্রতিনিধিদের সাথে চসিক, সিডিএ, জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও সিএমপি প্রতিনিধিদের সমন্বয় সভা গত বুধবার বিকেলে বাটালি হিলস্থ মেয়রের দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র নয়, অপার প্রাকৃতিক সৌন্দর্যময় একটি শহর। কিন্তু মানবসৃষ্ট কারণে এই শহরের রূপলাবণ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। শহরে সড়কগুলোতে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। যার প্রধান কারণ সড়কগুলোতে যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ দোকান ও ভাসমান ভ্যান গাড়ি। এই অবস্থা চলতে থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অতিগুরুত্বপূর্ণ শহরটি অচিরেই কার্যকারিতা হারাবে। যার বিরূপ প্রভাব পড়বে দেশের সামগ্রিক অর্থনীতির উপর। মেয়র সংশ্লিষ্ট সকল সংস্থাকে রাস্তার যানজট নিরসন ও ফুটপাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করার জন্য রাস্তা ও ফুটপাতে যত্রতত্র পার্কিং, অবৈধ দোকান, ভাসমান ভ্যান উচ্ছেদে একযোগে ব্যবস্থা গ্রহণের আহŸান জানান। পাশাপাশি ফ্লাই ওভারের নিচে, রাস্তার পাশে সেসব স্থানে পার্কিং উপযোগী পরিবেশ রয়েছে সেসব স্থানে পার্কিংয়ের আওতায় আনার জন্য প্রস্তাব দেন। সভায় নগরীর রাস্তাগুলোকে যানজট মুক্ত রাখা, ফুটপাত দখলমুক্ত রাখা সর্বোপরি নিরাপদ বসবাসযোগ্য শহর গড়ে তোলার জন্য উপস্থিত সংস্থাগুলো একযোগে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য ঐক্যমত পোষণ করেন। বিজ্ঞপ্তি