মতবিনিময় সভায় আল্লামা জুবাইর আত্মকেন্দ্রিকতায় কলুষিত হচ্ছে রাজনৈতিক অঙ্গন

11

 

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দেশ এখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। অথচ জাতীয় জীবনে এখনও সুস্থতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পায়নি। দেশের রাজনৈতিক দলসমূহ কেউ ক্ষমতায় আরোহন এবং কেউ ক্ষমতায় টিকে থাকার উদগ্র বাসনায় বেমালুম ভুলে গেছে জাতির প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি। প্রায় সকলেই আত্ম ও নিজ দলকেন্দ্রিকতার অশুভ প্রভাব বলয়ে আবদ্ধ হয়ে পড়েছে। ফলশ্রুতিতে দেশের প্রায় সবগুলো রাজনৈতিক অঙ্গনই কলুষিত হয়ে পড়েছে। গতকাল বিকালে নগরের আগ্রাবাদস্থ আল মাবরুর মিলনায়তনে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ইসলামিক ফ্রন্ট নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট পাহাড়তলী শাখার সভাপতি মুহাম্মদ ইলিয়াস খান ইমুর সভাপতিত্বে ও ডবলমুরিং শাখার সভাপতি মাওলানা হাশমত আলি তাহেরির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক মাওলানা এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম, মুহাম্মদ আক্কাস উদ্দিন খন্দকার, হাফেজ মুহাম্মদ আনোয়ারুল ইসলাম খাঁন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ আবু বকর সিদ্দিক, মুহাম্মদ জিহান উদ্দিন রিয়াদ, মুহাম্মদ ইশতিয়াক রাফি, মুহাম্মদ জেসান উল্লাহ পিয়াল, মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ বোরহান উদ্দিন ও মুহাম্মদ কামরুল ইসলাম নয়ন প্রমুখ। বিজ্ঞপ্তি