মতবিনিময়ে চসিক ভারপ্রাপ্ত মেয়র করদাতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে তাৎক্ষণিক শাস্তি

21

চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেছেন, নগরবাসীকে গৃহকর নিয়ে বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই। করের বোঝা থেকে রেহাই দিতে আপিলের মাধ্যমে সর্বোচ্চ ছাড় দিয়ে সহনীয় পর্যায়ে কর নির্ধারণের নির্দেশনা দিয়েছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। মেয়রের সেই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল মঙ্গলবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলনকক্ষে রিভিউ বোর্ডের সদস্য, প্রকৌশলী, আইনজীবী ও কর কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম।
ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, করদাতাদের সাথে কোন প্রকার অসৌজন্যমূলক আচরণ ও নির্ধারিত ফি’র বাইরে অর্থ দাবি করলে কর্মকর্তাগণ তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেবেন। এসময় আরো বক্তব্য রাখেন আপিল বোর্ডে মেয়রের প্রতিনিধি কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, আবুল হাসনাত মো. বেলাল, নীলু নাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শামসুল তাবরীজ প্রমুখ। বিজ্ঞপ্তি