মছজিদ্দায় গল্প আহরণ প্রতিযোগিতা

17

আহরণ পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রমের আওতায় ৫১নং মছজিদ্দা (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সারাবছর ধরে পরিচালিত গল্প আহরণ প্রতিযোগিতা গত ১৯ অক্টোবর বিকেলে সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। শুরুতে ৫ম শ্রেণির শিক্ষার্থী প্রিতু গুহ গোলাম মোস্তফার প্রার্থনা কবিতাটি আবৃত্তি করে। আহরণ প্রসঙ্গ ও আহরণ ঘোষণাপত্র উপস্থাপন করে যথাক্রমে সাইমন ও আবরার ফাইয়াজ। চূড়ান্ত পর্যায়ের গল্প আহরণ প্রতিযোগিতায় অংশ নেয় তমা নাথ, বৈষ্ণবী দেবী, আবরার ফাইয়াজ, পূর্ণা নাথ, রবিউল হোসেন, ইমু কুমার শীল, মেহেরুন্নেছা, তাহসিনুল জান্নাত, জান্নাতুল ফেরদৌস ও সালমা আক্তার। কোরাস সঙ্গীত ‘আমাদের দেশটা স্বপ্নপুরি’ পরিবেশন করে পূর্ণা নাথ, তমা নাথ, বৈষ্ণবী দেবী, মেহেরুন্নেছা ও নাহিদা আক্তার। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোকেয়া বেগম, জিন্নাত সুলতানা ও তাহমিনা আক্তার। গল্প আহরণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৮জন শিক্ষার্থীকে উৎসাহী, উদ্যোগী, প্রত্যয়ী ও উৎকৃষ্ট গল্পকার হিসেবে মূল্যায়ন করে উপহার ও সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় সবচেয়ে বেশি নাম্বার পাওয়া শিক্ষার্থী আবরার ফাইয়াজকে ‘গল্প আহরণ মুকুট’ প্রদান করা হয়। আহরণ উদ্যোক্তা চৌধুরী আহ্সানুল করিম উদ্যোগ পরিচালনায় সর্বমহলের সহযোগিতার কথা স্মরণ করেন এবং সমবেত সকলকে নিয়ে আহরণ ¯েøাগান পরিবেশন করেন। অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম আহরণ উদ্যোগের সমৃদ্ধি কামনা করেন এবং বক্তৃতা শেষে সকলকে আহরণ শপথ পাঠ করান। অনুষ্ঠান উপস্থাপন করে ৫ম শ্রেণির শিক্ষার্থী পূর্ণা নাথ। আন্তর্জাতিক সঙ্গীত ‘আমরা করবো জয়’ গেয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি