মঈন খানের ছেলে পাকিস্তান দলে

11

বাবার পথ ধরে পাকিস্তান জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আরও এক ধাপ কাছে চলে এলেন আজম খান। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার বাবা মঈন খানও পালন করতেন একই ভূমিকা। পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে নজর কাড়েন আজম খান। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য শুক্রবার তিন সংস্করণের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই দলেই তাকে রেখেছেন পাকিস্তান জাতীয় দলের নির্বাচকরা।
ইংলিশদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর ক্যারিবিয়ানদের বিপক্ষে দুই টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাবর আজমের দল। মূলত নিজের আক্রমণাত্মক ব্যাটিং দিয়েই সবার নজর কেড়েছেন আজম খান। টি-টোয়েন্টিতে ২২ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট দেড়শর উপরে। প্রায় দুই মাসের সফরে দেশ ছাড়বে পাকিস্তান দল। সবশেষ দুই টেস্ট সিরিজের দলে না থাকা পেসার মোহাম্মদ আব্বাসকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে যাবে পাকিস্তান। লেগস্পিনার ইয়াসির শাহকেও রাখা হয়েছে স্কোয়াডে। সর্বশেষ ডিসেম্বরে জাতীয় দলের হয়ে খেলা ইমাদ ওয়াসিমকে রাখা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।