মঈন আলীকে দলে ফেরাল ইংল্যান্ড

13

 

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে দলে ফিরছেন ইংলিশ স্পিন অলরাউন্ডার মঈন আলী। ইতিমধ্যে দলের সাথে ট্রেনিংয়েও অংশ নিয়েছেন এই ইংলিশ স্পিনার। নটিংহাম টেস্টে ভারতের বিপক্ষে ইংলিশ একাদশে ছিল না কোন মূল স্পিনার। টেস্টটির পঞ্চম দিন বৃষ্টিতে ভেসে গেলে ফল হয় ড্র-তে। তবে লর্ডসে একজন মূল স্পিনার খেলানোর লক্ষ্যে ইংলিশ দলের একাদশে থাকতে পারেন অফ স্পিনিং অলরাউন্ডার মঈন আলী। শেষবারের মতো ২০১৯ সালে ঘরের মাঠে অ্যাশেজে অংশ নিয়েছিলেন মইন। এর পরে নিয়েছিলেন ব্রেক। পরে খেলেননি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে। মাসের মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারীতে ভারতের বিপক্ষে খেলেছিলেন মাত্র একটি প্রথম শ্রেণির ম্যাচ। চেন্নাইয়ে ইংলিশদের হয়ে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন মঈন। দলীয় সর্বোচ্চ ৪৯ আর ৮ উইকেট নিলেও ভারতের বিপক্ষে সফরকারী ইংলিশরা হেরে যান ৩১৭ রানে। ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে বার্মিংহাম ফনিক্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন মঈন আলী। সাউদাম্পটনে ম্যাচ উইনিং পারফর্মের উপহারস্বরূপ আবারো প্রায় ছয় মাস পর সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই টেস্টে ফিরছেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার। লর্ডসে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আগামীকাল বৃহস্পতিবার নামবে জো রুটরা।