ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক

19

 

স্মরণকালের ভয়াবহ দাবানলে পুড়ছে তুরস্ক। মাইলের পর মাইল বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছেন কমপক্ষে ৪ জন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানিয়েছেন, দাবানল নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। গত কয়েকদিন ধরেই দাবানলে পুড়ছে তুরস্কে বিভিন্ন জায়গায়। তীব্র দাবদাহে অনেক বনে আগুন ধরে গেছে। হেক্টরের পর হেক্টর বনভূমি জ্বলছে। দেশটির এক হাজারের বেশি স্থানে এখনও আগুন অব্যাহত রয়েছে। দমকা বাতাসে পরিস্থিতি অনুকূলে আনতে ভুগতে হচ্ছে দমকল কর্মীদের।
প্রায় ৬০টি বনে গত দু’দিনে আগুন ছড়িয়ে গেছে। এর মধ্যে ৪৫টি বনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এমন পরিস্থিতি নিয়ে শুক্রবার প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘দাবানল সামাল দিতে অগ্নিনির্বাপণ বিমান বাড়ানো হয়েছে। বিশেষ করে রাশিয়া এবং ইউক্রেন থেকে পাঁচ থেকে ছয়টি বিমান যোগ দিয়েছে। এই বিপদে আজারবাইজানও সহযোগিতার হাত বাড়িয়েছে’। তিনি আরও জানান, ‘এক হাজারের বেশি পয়েন্টে দাবানল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি পর্যবেক্ষণে রয়েছে আমাদের’।