ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

3

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে স্মার্ট কার্ডের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক কম্পিউটার দোকানের মালিক মো. ওসমানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভার কলেজ গেটের জাগৃতি ক্লাবের উত্তর পাশে নাইনটি ডিগ্রি নামে ওই কম্পিউটারের দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইয়েদ মো. আনোয়ার খালেদ।
অভিযান পরিচালনাকারী ইউএনও মো. শাহিদুল আলম বলেন, স্মার্ট কার্ডের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের কারণে নির্বাচন কার্যালয়ে এসে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে কলেজ গেট এলাকায় একটি কম্পিউটারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানি ভুক্তভোগীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করলে তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং সর্তক করা হয়।