ভ্যাকসিন পাসপোর্ট পরিকল্পনা থেকে সরে এলো ইংল্যান্ড

0

 

নাইটক্লাবসহ জনসমাগম হয় এমন সব জায়গায় প্রবেশের জন্য ভ্যাকসিন পাসপোর্টের কথা ভাবছিল ইংল্যান্ড। কিন্তু দেশটি সেই পরিকল্পনা থেকে সরে এসেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার বিবিসি অনলাইনে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
সাজিদ জাভিদ বলেছেন, ‘সরকার ভ্যাকসিন পাসপোর্ট বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিষয়টি আর সামনের দিকে এগোচ্ছে না।’ তিনি বলেন, ‘আমি কখনো এই ধারণাকে পছন্দ করি না যে, মানুষের দৈনন্দিন কাজের ক্ষেত্রে কাগজ (ভ্যাকসিন পাসপোর্ট) দেখাতে হবে। কিন্তু এই অপশনটিকে আমাদের মাথায় রাখতে হবে।’
করোনাভাইরাসের প্রকোপ কমানোর জন্য যুক্তরাজ্য সরকার ভ্যাকসিন পাসপোর্টের কথা ভাবছিল। অর্থাৎ, পূর্ণ ডোজের ভ্যাকসিন না নিলে সেই ব্যক্তি জনসমাগম স্থলে যেতে পারবেন না। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা হয়। চলতি মাসেই এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা ছিল। নাইট টাইম ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বলেছে, ‘এই সিদ্ধান্ত নাইটক্লাব শিল্পকে বিকলাঙ্গ করে দিতে পারতো। এটি করা হলে নাইটক্লাবের প্রতি বৈষম্য করা হতো।’
গত সপ্তাহে একটি টেলিভিশন অনুষ্ঠানে ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাহাউই বলেছিলেন, ‘ভ্যাকসিন পাসপোর্ট শুরুর করার সঠিক সময় সেপ্টেম্বরের শেষের দিকে। ওই সময়ের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সীদের পূর্ণ ডোজের টিকা দেয়ার কাজ শেষ হয়ে যাবে। রাতের শিল্প খোলা রাখার জন্য এটাই উত্তম পন্থা।’