ভোরের আলো’র ঈদপূর্ব সম্মিলন

18

 

সামাজিক সংগঠন ভোরের আলো’র ঈদপূর্ব সম্মিলন ৩০ এপ্রিল নগরের আরএফ পুলিশ প্লাজার চাটগাঁ হট অ্যান্ড কুল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিশু শিক্ষা বিশেষজ্ঞ ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সিফরডি কর্মকর্তা সাইদ মিল্কী, চসিক ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মো. নুরুল আমীন, চসিকের সাবেক যোগাযোগ কর্মকর্তা সাইফুদ্দীন আহমদ সাকী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক রোটারিয়ান নেয়ামত উল্লাহ, সিআইডি ইন্সপেক্টর এ এম ফারুক, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন মাস্টার প্রমুখ। ভোরের আলো পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ এবং চট্টগ্রাম নগরের এলাকাভিত্তিক শিশু-কিশোর-কিশোরী ও যুবদলসমূহের টিম লিডারদের সমন্বয়ে আয়োজিত সম্মিলনে সংগঠনের সভাপতি ডা. শাহানা বেগম বলেন, ভোরের আলো সুবিধাবঞ্চিত শিশুদের কম্পিউটার প্রশিক্ষণ, সেলাই প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ, স্থায়িত্বশীল জনসচেতনতা সৃষ্টিমূলক মাপেট, পাপেট, নাট্য প্রদর্শনীসহ নানান কর্মকাÐ পরিচালনা করছে। আমরা শুধু পিছিয়ে থাকা শিশু-কিশোর-কিশোরী ও যুব জনগোষ্ঠীকে মূলস্রোতে সম্পৃক্ত করে দেই। তাদের সঠিকপথ দেখিয়ে দেই। আজকে সমাজের বিভিন্ন স্তরে ভোরের আলো’র ছেলে-মেয়েরা প্রতিষ্ঠিত। আগামিতেও আমরা আমাদের এই সামাজিক উন্নয়নমূলক কর্মকাÐ চালিয়ে যাবো।
সম্মিলনের প্রারম্ভিক অধিবেশনে সভাপতিত্ব করেন ভোরের আলো’র নির্বাহী পরিষদের সভাপতি রোটারিয়ান ডা. শাহানা বেগম। ভোরের আলো’র প্রতিষ্ঠাতা ও দৈনিক পূর্বদেশের সহ-সম্পাদক মো. শফিকুল ইসলাম খানের পরিচালনায় সম্মিলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সংগীতশিল্পী অধ্যক্ষ নুসরাত ইয়াসমীন, সাধারণ সম্পাদক সায়মা আক্তার জেরিন, সহ-সাধারণ সম্পাদক লায়ন মুহাম্মদ ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ মো. মোতাহের উদ্দিন মাজেদ, নির্বাহী সদস্য শারমিন আক্তার ও মোহাম্মদ আবু হানিফ, সাধারণ পরিষদ সদস্য সেনোয়ারা বেগম, ভোরের আলো’র সাংস্কৃতিক ইউনিটের ব্যবস্থাপক এস এম রিফাত, ভোরের আলো মাপেট ও পাপেট টীমের সিনিয়র লিডার মো. নুর উদ্দিন, উম্মে সালমা, মাপেট ও পাপেট টিমের সদস্য সালমা আকতার সামিরা, সাব্বির রহমান সানি, মো. আকাশ, রিমা আক্তার, রুপা চৌধুরী, আয়শা চৌধুরী, মো. ওমর ফারুক, রাহাত হাসান, মো. সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি