ভোট গণনা শেষ হতে দিন

23

ভোট গণনা শেষ হওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্পের বিজয় দাবি করাকে ভালোভাবে দেখছেন না খোদ রিপাবলিকান পার্টির নির্বাচন সংক্রান্ত প্রবীণ আইনজীবী বেঞ্জামিন এল. জিন্সবার্গ। তিনি মনে করেন, সব ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত ট্রাম্পের অপেক্ষা করা উচিত ছিল।
৪ নভেম্বর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্সিয়াল কমিশন অন ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন-এর কো চেয়ার জিন্সবার্গ এমন অভিমত প্রকাশ করেন। মার্কিন বার্তা সংস্থা এপির আভাস অনুযায়ী, এখন পর্যন্ত ২৩৮টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। বিপরীতে ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২১৩। এখনও লাখ লাখ ভোট গণনার বাকি রয়েছে। এ বছর প্রচুর মেইল-ইন ভোট পড়ায় ফল পেতে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহও পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছেন নির্বাচনি কর্মকর্তারা। তবে লাখ লাখ ভো গণনা বাকি থাকতেই মঙ্গলবার রাতে নিজেকে বিজয়ী দাবি করেন ট্রাম্প। ভোট জালিয়াতিরও অভিযোগ তোলেন তিনি।
ট্রাম্পের এমন দাবিতে খুশি নন খোদ তার দলেরই আইনজীবী জিন্সবার্গ। সিএনএন-এর জেক ট্যাপারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কোনও নির্দিষ্ট সংখ্যক ব্যালট বা প্রক্রিয়া নিয়ে যদি আপনার আপত্তি থেকে থাকে, তবে প্রত্যেক অঙ্গরাজ্যেই আলাদা করে আইন রয়েছে। ফল যদি খুব কাছাকাছি হয়, তবে পুনঃগণনার আইনও আছে।’ তবে এগুলো বৈধভাবে দেওয়া ভোট। অথবা এগুলো বৈধ ভোট কিনা তা নির্ধারণের দায়িত্বটা স্থানীয় কাউন্টি কিংবা অঙ্গরাজ্যের কর্মকর্তাদের দিন। ওই বৈধ ভোটগুলোকে প্রেসিডেন্ট জালিয়াতি বলতে পারেন না। এটা সচরাচর ঘটতে দেখা যায় না।