ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

6

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক গত ১৮ এপ্রিল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ, ২ নম্বর গেইট, আমবাগান, ফলমন্ডি, রিয়াজউদ্দিন বাজার ও বন্দর এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা হতে পরিচালিত অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ৫২ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে। অভিযানে অননুমোদিত রং, হাইড্রোজ, নকল চেরি ও অননুমোদিত এনার্জি ড্রিঙ্ক ধ্বংস করা হয়।এপিবিএন, ৯ এর সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন। কোতয়ালী থানার ফলমন্ডির ফারিয়া স্টোরকে অপরিচ্ছন্ন জায়গায় খেজুর সংরক্ষণ করায় ৫ হাজার টাকা, সেনবাগ ফার্মকে খুচরা মূল্য ও অন্যান্য তথ্য প্রদান না করে খেজুর মোড়কজাত করে বিক্রয় করায় ১০ হাজার টাকা, মামা-ভাগিনা খেজুরের দোকানকে অননুমোদিত এনার্জি ড্রিঙ্ক বিক্রয় করায় ৩ হাজার টাকা জরিমানা করে বর্ণিত এনার্জি ড্রিঙ্ক ধ্বংস করা হয়। রিয়াজ উদ্দিন বাজারের গিয়াস সওদাগরের দোকানকে নকল চেরি (রং দেয়া করমচা) বিক্রয় করায় ২ হাজার টাকা জরিমানা করে বর্ণিত চেরি ধ্বংস করা হয়। শাহ মজিদিয়া স্টোরকে অননুমোদিত রং, উৎপাদন-মেয়াদ বিহীন মোড়কজাত আটা, বৈধ আমদানিকারক বিহীন বিদেশী পণ্য বিক্রয় করায় ২০ হাজার টাকা জরিমানা করে বর্নিত রং জব্দ করা হয়। ইব্রাহিম স্টোরকে অননুমোদিত রং সংরক্ষণ করায় ৪ হাজার টাকা, সাতকানিয়া স্টোরকে হাইড্রোজ বিক্রয় করায় ৪ হাজার টাকা, বাচ্চু স্টোরকে নকল চেরি ও অননুমোদিত রং বিক্রয় করায় ৪ হাজার টাকা জরিমানা করে নকল চেরি, হাইড্রোজ ও অননুমোদিত রং করা হয়। অভিযানে নগরীর ৬টি স্থানে টিসিবি পরিচালিত ট্রাকসেল পয়েন্ট পরিদর্শন করা হয়।