ভেলুয়ার দীঘি দখলমুক্ত করতে অভিযানের সফলতা চাই

185

নগরীর পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের ভেলুয়ার দীঘির চারপাশ অবৈধ দখলদার মুক্ত করতে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করলেও এখনও বিশাল অংশে অবৈধ দখলদারের স্থাপনা উচ্ছেদ না হওয়ায় চট্টগ্রাম নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ, পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধি গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, দীঘি এবং পাড়সহ ৩৬ একর জমির উপর প্রাচীন এই দিঘীটি একটি নান্দনিক জলাশয় হিসেবে নগরবাসীর কাছে পরিচিত হলেও দীর্ঘদিন থেকে পাড়সহ এই দীঘির বিশাল অংশ ভরাট করে অবৈধ দখলদাররা কাঁচা, পাকা, সেমিপাকা, বস্তি করে দিঘীটি দখল করে রেখেছে। এছাড়াও এখানে রয়েছে দোকান, গুদামসহ বিভিন্ন ব্যবসায়িক ও বাণিজ্যিক স্থাপনা। এ কারণে এই দীঘির সৌন্দর্য ও নান্দনিক বৈশিষ্ট বিলুপ্তপ্রায়। অবৈধ দখলদারদের কারণে এ সমস্ত অবৈধ স্থাপনাকে কেন্দ্র করে চিহ্নিত একাধিক অপরাধী চক্র গড়ে উঠেছে। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সম্প্রতি দিঘীর চারপাশ অবৈধ দখলমুক্ত করার অভিযান শুরু হলেও তা কতটুকু পূর্ণমাত্রায় সফল হবে সে ব্যাপারে জনমনে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ৪ একর দখলকৃত জমির উপর ৬০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও এখনো শত শত অবৈধ স্থাপনা বহাল তরিয়তে দখল রয়ে গেছে। ভেলুয়ার দিঘীকে পরিপূর্ণভাবে দখলমুক্ত করে একটি নান্দনিক জলাশয় হিসেবে পরিণত করা হলে এখানে একটি অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। প্রায় শতাব্দী প্রাচীন ভেলুয়ার দিঘীর উপর রেলওয়ের পরিপূর্ণ নিয়ন্ত্রণ ও মালিকানাস্বত্ত¡ প্রতিষ্ঠিত না হলে সামাজিক নিরাপত্তাও হুমকির মুখোমুখি হবে বলে মনে করেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহবায়ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ ফরিদ, আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক স্থানীয় জনপ্রতিনিধি আবিদা আজাদ, পরিবেশবিদ ও মুক্তিযোদ্ধা ইদ্রিচ আলী, সাংবাদিক প্রদীপ খাস্তগীর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অরুণ চন্দ্র বণিক, নাগরিক উদ্যোগ চট্টগ্রামের সদস্য সচিব শেখ মুজিব আহমেদ, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ, নাগরিক উদ্যোগ চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব এম এ মান্নান শিমুল, এড. নজরুল ইসলাম, এড. মহিউল ইসলাম সোহেল, এড. সৈয়দ খোরশেদ আলম হেলাল, নাগরিক উদ্যোগ চট্টগ্রামের সমন্বয়ক মো. খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি