ভেজাল ঔষধ বর্জন ও এন্টিবায়োটিক ব্যবহারে সতর্ক হওয়ার আহবান

9

নকল ভেজাল ওষুধ বর্জন ও এন্টিবায়োটিক যৌক্তিক ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে বলে মন্তব্য করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম এর উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম। ঔষধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রাম ও বাকলিয়া থানা উপ-শাখা বিসিডিএস এর উদ্যোগে ২২ আগস্ট সকাল ১১টায় কালামিয়া বাজারস্থ একটি কমিউনিটি হলে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান বক্তা বিসিডিএস এর কেন্দ্রীয় সহ-সভাপতি সমির কান্তি সিকদার। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসনের তত্ত¡াবধায়ক মো. শাখাওয়াত হোসেন রাজু আকন্দ, বিসিডিএস এর কেন্দ্রীয় পরিচালক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, বিসিডিএস চট্টগ্রাম জেলা শাখার সিনিয়র সদস্য বাবুল কান্তি লালা, নুরে আলম ছিদ্দিকী, বিক্রম দাশ, জয় প্রকাশ। বক্তব্য দেন এস এম নাজমুল হক, মোছাইমিনুল ইসলাম, সেকান্দর মানিক, মুকেশ বাবু, শিমুল চন্দ্র নাথ, হরিপদ শীল, সুজন চৌধুরী, সুজন দাশ, জিএম রাশেদ চৌধুরী, অমর চৌধুরী, সিকদার সুজন বাবু, অসিম দত্ত প্রমুখ। সভায় নকল ভেজাল ও এটিবায়োটিক অযৌক্তিক ব্যবহার প্রতিরোধে মাঠ পর্যায়ে ভ‚মিকা রাখায় মোহাম্মদ ইউনুছ, এসএম নাজমুল হক ও সেকান্দর মানিককে সম্মাননা প্রদান করা হয়।
সভায় সমির কান্তি সিকদার বলেন, ঔষধ আইন ২০২২ অচিরেই সংসদে পাস হতে যাচ্ছে। কেউ নকল ঔষধ বিক্রি করলে জেল-জরিমানা উভয়ই হতে পারে। লাইসেন্সবিহীন ব্যবসা করা যাবে না। দোকানে অবশ্যই ফার্মাসিস্ট নিয়োগ দিতে হবে। বিজ্ঞপ্তি