ভূমি মালিক-কৃষক সমন্বয় পরিষদের সভা

10

 

সীতাকুন্ডের কুমিরা তহসিল অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করার দাবি জানিয়েছেন ভূমি মালিক-কৃষক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। ১০ এপ্রিল সকালে পৌরসদরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। মো. হাবিবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, কুমিরা তহসিল অফিসে টাকা না দিলে ফাইল ঝুলে থাকায় হয়রানির শিকার হচ্ছেন ভূমির মালিক ও কৃষকরা। এখানকার তহসিলদার রেজুয়ান টাকা না নিলেও প্রতিদিন সকাল থেকে বিকাল অবধি তহসিল অফিসে অবস্থানকারী দালালদের মাধ্যমে টাকা নিচ্ছে।
এসব দালালরা টাকার বিনিময়ে সহকারী কমিশনার (ভূমি) সীতাকুন্ড অফিসের রাজ্জাক এবং সরোয়ারকে দিয়ে প্রয়োজনে রাতের বেলায়ও নথি বের করে হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। ঘুষ না দেয়া প্রতিনিয়ত হয়রানির শিকার হওয়া ভুক্তভোগীরা কুমিরা তহসিল অফিসকে দালাল ও দুর্নীতিমুক্ত করার আহবান জানান। বক্তব্য রাখেন- পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হুদা রাসেল, জসিম উদ্দিন, মো. হাসান, আলী আকবর মিলন, নূর হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি