ভূজপুর বাজারে অগ্নিকান্ড

26

ফটিকছড়ি উপজেলার ভূজপুর বাজারে এক অগ্নিকাÐের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভূজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম তালুকদার বলেন, বাজারের বিছমিল্লাহ রাইস মিলের ভেতর থেকে সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগে। মুহূর্তেই আগুন দ্রæত ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানেও। তবে অন্যদের তেমন ক্ষতি হয়নি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাইস মিলের। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন তিনি।
বিছমিল্লাহ রাইস মিলের মালিক মুহাম্মদ এজাহার মিয়া বলেন, ‘একমাত্র সম্বল মিলটি আগুনে পুড়ে আমার সহায় সব শেষ। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।’
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (এসও) পুলক কান্তি সরকার বলেন, ‘বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র। খবর পেয়ে আমরা দ্রæত ঘটনাস্থলে গিয়ে অন্তত ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করি।’