ভূজপুর থানা পূজা উদ্যাপন পরিষদের বস্ত্র বিতরণ

59

ভূজপুর থানা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে বারমাসিয়া চা বাগানস্থ শ্রীশ্রী দুর্গা ও কালী মন্দির প্রাঙ্গণে বস্ত্র বিতরণী ও আলোচনা সভা গতকাল ২৮ জুন অনুষ্ঠিত হয়। বারমাসিয়া চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অপু কর্মীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক রুপক কান্তি দেব অপু। প্রধান বক্তা ছিলেন ভূজপুর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্জয় ধর। সংগঠনের সহ-সভাপতি জয় পদ চন্দ্রের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য ও সংগঠনের সহ-সভাপতি বাদল মুন্ডা, সহ-সভাপতি কিশোর শাহা, রনজিত দে, পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক অসিম তুরি, যুগ্ম সম্পাদক সিকু উরাং, সৈকত কুর্মী রুবেল, সাংগঠনিক সম্পাদক রাজিব দে, অর্থ সম্পাদক পলাশ ঘোষ, প্রচার সম্পাদক সুকেন প্রান্তিতা, মিলন সরকার, সোহেল কুর্মী, সুজন মুন্ডা, আশু দাশ, রোকেন প্রান্তিতা প্রমুখ।

রাঙ্গুনিয়ায় খুনসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় অর্ধ ডজন খুন সহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৯ জুন সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শহীদুল ইসলাম খোকন (৪৮)। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ড সাইর মোহাম্মদ পাড়া এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। গত ৩০ জুন দুপুরে তাকে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে। রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে ইসলামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙ্গুনিয়া প্রতিনিধি