ভিবিডি চট্টগ্রাম জেলার পরিচ্ছন্নতা অভিযান

28

দর্শনার্থীদের সমুদ্র সৈকত ভ্রমণকালে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে ভিবিডি চট্টগ্রাম জেলা ‘সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান-পতেঙ্গা সমুদ্র সৈকত পর্ব’ নামে একটি কর্মসূচি পালন করে। জুলাই মাসের প্রথম সাধারণ সভা শেষে গতকাল বিকেল ৪টার দিকে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। সাধারণ সভা শেষে পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবকদের করণীয় সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি জিয়াউল হক সোহেল এবং সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন। প্রায় ৩৫ জন ভলান্টিয়ারকে বিভিন্ন দলে বিভক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উপস্থিত ভলান্টিয়াররা সমুদ্র সৈকত পরিষ্কারের পাশাপাশি এর যথাযথ ব্যবহারে দর্শনার্থীদের সচেতন করার চেষ্টা করেন। এ পরিচ্ছন্নতা অভিযান শেষ হয় সাড়ে ৫টায়।
বিচ ক্লিনিং প্রোগ্রাম এ সার্বিক ভাবে সহযোগীতা করেন ট্যুরিষ্ট পুলিশ। উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম ডিভিশন এর অর্গানাইজিং সেক্রেটারি রিফাত সামির, ভলান্টিয়ার ফর বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার সভাপতি মো. জিয়াউল হক সোহেল, সদ্য প্রাক্তন সভাপতি শওকত আরাফাত, সহ-সভাপতি মীর মো. কামরুজ্জামান জিয়াদ, সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেন, কোষাধ্যক্ষ রেবেকা খানম, পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ইসহাক খান, জনসংযোগ বিষয়ক কর্মকর্তা সুকান্ত মিত্র, মানব সম্পদ কর্মকর্তা সৌরভ, কমিটি মেম্বার নাভেদ নেওয়াজ, তাসনিয়া মজুমদার দ্যুতি, সুজয় বড়ুয়া, আব্দুল আল মামুন, শাহরিয়ার বিন শওকত, ইন্সটিটিউশন রিপ্রেজেন্টিভ মো. তৈয়ব, মো. রাজু, ফারজানা ফাইজা, অনুপম মেহেদী, জেনারেল ভলান্টিয়ার একেএম মাহতাব উদ্দিন, মো. মুদ্দাসর, সাখাওয়াত মুন, জিনান, সাইরা ফারজানা, পারমিতা মিতা, সুমাইয়া, কাওসার, শাহরুক, সুরাইয়া তাবাসসুম, সাং তুই, সাইকা, উৎস দাশ শুভ্র, মো. মহিউদ্দিন, মো. রিফাত রাব্বানি, আরশি, দিহান প্রমুখ। বিজ্ঞপ্তি