ভিবিডি’র প্রাথমিক চিকিৎসা কর্মশালা

10

 

ত্বরিত ব্যবস্থায় কোনো গুরুতর বা সামান্য অসুস্থ ব্যক্তিকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে রক্ষা করা-ই ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য। অসুস্থ ব্যক্তিকে যে কোনো অনাকাক্সিক্ষত ঝুঁকি থেকে রক্ষা করার জন্য ভলান্টিয়ার ফর বাংলাদেশ – চট্টগ্রাম জেলা ‘প্রাথমিক চিকিৎসা কর্মশালা’ শিরোনামে একটি সেশনের আয়োজন করে। গত ২৪ ও ২৬ নভেম্বর ৪০জন স্বেচ্ছাসেবকদের নিয়ে ৩দিনের পরিকল্পিত প্রাথমিক চিকিৎসা কর্মশালার প্রথম দুই দিনের সেশন পরিচালিত হয়। এতে কৃত্রিমভাবে হৃদপিন্ড সঞ্চালন (সিপিআর), শক ও তার প্রতিরোধ, চোকিং, হাড় ভাঙ্গা, খিঁচুনি, মুর্ছা, অচেতন এবং প্রাণীর বিষক্রিয়া ও আঘাত বা কামড় এর কারণ ও প্রাথমিক চিকিৎসা এবং প্রতিরোধের উপায় নিয়ে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ভিবিডি – চট্টগ্রাম জেলার এলামনাই মেম্বার মুহিত দেব নাথ, প্রাথমিক চিকিৎসার সনদপ্রাপ্ত প্রশিক্ষক মোহাম্মদ মিজানুর রশিদ রাকিব এবং শতাব্দী মজুমদার। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভিবিডি – চট্টগ্রাম জেলার ১৭তম বোর্ডের সদস্য ও এলামনাইবৃন্দ। বিজ্ঞপ্তি