ভিদালের আত্মঘাতী গোলে উরুগুয়ের পয়েন্ট প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

12

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এ জয়ের মাধ্যমেই চলতি আসরে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচে জয় র্নিধারণী একমাত্র গোলটি করেন আন্দ্রে দারিও গোমেজ। চলতি টুর্নামেন্টে চিলির বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচেই উরুগুয়েকে হারিয়ে জয়ের দেখা পায় লিওনেল মেসিরা। এবার সেই জয়ের ধারা অব্যাহত রাখল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
একই সঙ্গে দলটি গড়েছে এক অনন্য রেকর্ড। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ২৩টি ম্যাচের একটিতেও হারেনি আর্জেন্টিনা। এ জয়ের ফলে ৩ ম্যাচে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরেই অবস্থান করছে আলবিসেলেস্তেরা। তাদের সমান ম্যাচে ৫ পয়েন্টে দুই নম্বরে অবস্থান করছে চিলি। আর ৩ পয়েন্টে প্যারাগুয়ের অবস্থান তিন নম্বরে। এদিকে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে সোমবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিয়ান ডিফেন্ডার আর্তুরো ভিদালের দেয়া আত্মঘাতী গোলে প্রথম পয়েন্ট পেল উরুগুয়ে। এদিন ম্যাচটি ড্র হয় ১-১ গোল ব্যবধানে। আর তাতেই পরের রাউন্ড খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখল লুইস সুয়ারেজরা।