ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে অবহিতকরণ সভা

19

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ি রামগড়ে সারাদেশেরন্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হয়। রামগড় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরে প্রধানগণ, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. এবিএম মোজাম্মেল হক সভায় বলেন, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চার দিনব্যাপী এ বছর রামগড় উপজেলায় ৮১ টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ২২শত ২৬ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ বয়সী ১১ হাজার ২৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।