ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে সরকার

112

রাঙামাটিতে আর কোন ভিক্ষুক ভিক্ষাবৃত্তিক পেশা নিয়ে ভিক্ষা করতে দেবে না সরকার। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকার। ইতোমধ্যে পৌরসভা ও সদর উপজেলা ভিক্ষুকদের তালিকা প্রনয়নের কাজ করছে। এসব তালিকা ধরেই ভিক্ষুকদের পুনর্বাসন করা হবে। যেহেতু দেশ মধ্য আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে তাই সরকার চিন্তা ভাবনা করছে দেশে আর কোন ভিক্ষুক থাকবে না। তারই ধারা বাহিকতায় ৪০জন ভিক্ষুককে বিভিন্ন সহায়তা দিয়ে এ কর্মসূচি চালু করা হলো। গত সোমবার বিকালে জেলা প্রশাসক মাঠে পুনর্বাসন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। প্রধান অতিথি বলেন, যে সব ভিক্ষুকদের বিভিন্ন সামগ্রী দেওয়া হয়েছে তারা যদি এসব সামগ্রী সঠিকভাবে কাজে লাগিয়ে একটু কষ্ট করেন তাহলে তাদের আর কোন অভাব থাকার কথা না। সরকার পাহাড়ে ব্যাপক উন্নয়ন করছে। কিন্তু একটি মহল সরকারের উন্নয়নকে বার বার বাঁধাগ্রস্ত করার চেষ্টা করছে। সারা দেশের ন্যায় পার্বত্য এলাকায় ও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে আরো উন্নয়ন হবে। জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচিতে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পুলিশ সুপার মো. আলমগীর কবীর পিপিএম-সেবা, শহীদুজ্জামান মহসিন রোমান ও উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমাসহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ। জেলা প্রশাসক বলেন, আগামী কাল থেকে এ শহরে আর কোন ভিক্ষুক ভিক্ষা করতে যেন দেখা না যায় সে দিকে নজর রাখতে বললেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের। সরকার ভিক্ষাবৃত্তি বন্ধ করতে এ উদ্যোগ গ্রহন করেছেন। তাই আমরা আর এই শহরে কোন ভিক্ষুক দেখতে চাইনা। গত সোমবার ৪০জন ভিক্ষুককে বিভিন্ন সহায়তা দিয়ে ভিক্ষা বন্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যাক্রমে সকল ভিক্ষুককে এ কর্মসূচির আওতায় আনা হবে। ৪০জন ভিক্ষুকদের মধ্যে বিতরণ করা হয়েছে, ছাগল, ভ্যানগাড়ি, সেলাই মেশিন, ভিক্ষুকদের বিক্রি করতে পিয়াজ, কাঁচা তরকারি, চায়ের দোকান দিতে আসবাবপত্র, গ্যাসসহ চুলা ও বিভিন্ন সামগ্রী। এসব সামগ্রী বিতরণের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন ও সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন।