ভাষা সৈনিক বদিউল আলম চৌধুরীর স্মরণসভা

175

ভাষা সৈনিক, প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম বদিউল আলম চৌধুরীর দ্বাদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভা বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, পেশী শক্তির বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ করে বদিউল আলম চৌধুরী’র আদর্শে এগিয়ে নিতে হবে।
মানুষ সৃষ্টির সেরা জীব হলেও বর্তমান সময়ে প্রকৃত সৎ, রাজনীতিবিদরা সম্মান-মর্যাদা কতটুকু পাচ্ছে? তিনি বলেন, দেশে আজ দূর্বৃত্তায়ন চলছে। ব্যাংক লুট, থেকে শুরু করে ক্যাসিনোর নামে মানুষ বুলেট নয় অর্থনৈতিকভাবে মেরে ফেলা হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে ডা: শাহাদাত হোসেন বলেন, বদিউল আলম চৌধুরী’র মত সৎ রাজনীতিবিদের অনুপস্থিতির কারণে আজ আদর্শিক রাজনীতি ভুলণ্ঠিত হচ্ছে। সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী বলেন, বদিউল আলম চৌধুরী প্রচারবিমুখ সমাজ সংস্কারক, শিক্ষার আধুনিকায়নে ভূমিকা রেখেছেন। প্রাবন্ধিক সাখাওয়াত হোসেন মজনু বলেন, বদিউল আলম চৌধুরী ভাষা আন্দোলনে প্রথম কাতারের একজন সৈনিক ছিলেন। তিনি এরশাদ সরকারের শাসনামলে মন্ত্রীত্বের প্রস্তাব গ্রহণ করেননি। নীতি ও আদর্শের প্রতি অবিচল চিলেন। কবি ও লেখক মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক কাজী শাহাদাত হোসেন, এডভোকেট মাহবুব উদ্দিন, এডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী, সাংবাদিক জাহেদুল করিম কচি, এস.এম. সাইফুদ্দিন আহমেদ চৌধুরী, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী প্রমুখ। সভা সঞ্চালনা করেন খোরশেদুল আলম ও প্রশান্ত কুমার পান্ডে। বিজ্ঞপ্তি