ভাষা দিবসে নাটক ‘ভাষাতেই শক্তি’

17

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রæয়ারি রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে বিশেষ নাটক ‘ভাষাতেই শক্তি’। সৈয়দ মনজুরুল ইসলামের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনির আহম্মেদ, আইনুন নাহার পুতুল, দিলরুবা হোসেন দোয়েল, হাফিজুর রহমান, সাজ্জাদুল ইসলাম, রেজওয়ান পারভেজ, তানিয়া চৌধুরী, তারিকুজ্জামান, মনিকা, খালিদ আহমেদ, সুমনা আক্তার প্রমুখ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই নাটকের পাশাপাশি আরও কিছু বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভি। একুশে ফেব্রæয়ারির প্রথম প্রহরে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ সরাসরি স¤প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। সকাল ৬টায় সরাসরি স¤প্রচারিত হবে প্রভাতফেরির অনুষ্ঠান। বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪ দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এই অনুষ্ঠানটিও সরাসরি সম্প্রচার করবে বিটিভি।