ভাষাসৈনিক শ্রমিক নেতা এ এলবি দুজার নাগরিক শোকসভা

115

শ্রমিক নেতা এ এর বি দুজা চট্টগ্রামের সকল রাজনৈতিক ও শ্রমিক আন্দোলন ও মহান ভাষা আন্দোলন, জাতীয় স্বাধীনতা সংগ্রামে বিশিষ্ট ভূমিকা রেখেছেন। কমার্স কলেজের প্রথম ব্যাচের ছাত্রনেতা এই নেতা উপমহাদেশের কংগ্রেস মুসলিম লীগ ও কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সংস্পর্শে এসে রাজনীতি, সমাজসেবা ও মেহনতি মানুষের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি মাওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ন্যাপ নেতা অধ্যাপক মোজাফফর আহাম্মদের সাথে পূর্ব বাংলায় গণতান্ত্রিক আন্দোলনে বিশিষ্ট ভূমিকা রাখেন। গতকাল বিকাল ৪টায় জামাল খান প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে নাগরিক শোক সভায় বিশিষ্ট জনরা তাঁর শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন।
টিইউসি চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি আহসান উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ এম আনোয়ারুল কবির, টিইউসি’র সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের মাসুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপিকা হান্নানা বেগম, টিইউসি চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, বিশিষ্ট রাজনীতিক সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা, সাবেক ডাকসুর এজিএস মরহুমের ছেলে নাসিরুদ্দোজা, রেল শ্রমিক নেতা আব্দুস সবুর, স›দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের আজীবন সদস্য অধ্যক্ষ মূকতাদের আজাদ খান, সভা পরিচালনা করেন বিশিষ্ট সাংবাদিক সুভাস দে। সভার শুরুতে মরহুম এ এল বি দুজার প্রতিকৃতিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র,সিপিবি,পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, চট্টগ্রাম এক্স-রে, প্যাথলজি, হেলথ কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। খবর বিজ্ঞপ্তির