ভাষার মাস

15

রাজপথে লাল খুন ঝরিয়ে প্রাণের ভাষা রাখা
সেই স্মৃতিটা হয় না মলিন হৃদয় জুড়ে আঁকা।
অত্যাচারী রাজার হুকুম ভীষণ রকম কড়া
ভাবনা ছিল বাংলা ঠেলে উর্দুটাকে গড়া।

মায়ের ভাষা স্বপ্ন আশা কে যেতে চায় ভুলে?
ভালোবেসে সাজায় তাকে মনবাগানের ফুলে।
ভাষার ওপর আঘাতকারীর যায় না করা ক্ষমা
ফুঁসতে থাকে বাঙালিরা ক্ষোভ শুধু হয় জমা।

প্রতিবাদে বীর জনতা ভেজে ক্রোধের ঘামে
রাজপথে তাই মিছিল নিয়ে লক্ষ মানুষ নামে।
মুহুর্মুহু শ্লোগান তুলে ভাঙলো পাষাণ নীতি
রাষ্ট্রভাষা রাখতে সবাই হারায় মরণ ভীতি।

লেলিয়ে দেওয়া কুত্তাগুলো ছুঁড়তে থাকে গুলি
বুক সহসা ঝাঁঝরা হলো উড়লো মাথার খুলি।
আর্তনাদে বাতাস ভারী দেশটা ওঠে কেঁদে
চোখের জলের স্রোতোধারা যায়না রাখা বেঁধে।

অনেক ত্যাগের বিনিময়ে কঠিন পথে হেঁটে
রাষ্ট্রভাষা বাংলা পেলাম,প্রাণের দাবি মেটে।
সেই ফাগুনের আগুন আজও বুকের মাঝে জ্বলে
কৃষ্ণচূড়ায় রক্ত মেখে ভাষার কথাই বলে।