‘ভাল ছাত্রের চেয়ে ভাল মানুষ হওয়া জরুরি’

67

নুশিস আয়োজিত বিজ্ঞান ও বইমেলার সমাপনী দিনে গত ২৮ ফেব্রæয়ারি হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ও চিটাগাং কিন্ডারগার্টেন ক্যাম্পাসে ১ম পর্বে বিতর্ক প্রযোগিতা হয়। এ প্রতিযোগিতা ‘নুশিস’ শিক্ষা পরিবারের জ্ঞান চর্চার একটি দৃঢ় স্বাক্ষর প্রমাণ করে। বিতর্কের বিষয় ছিল, ‘আইন নয়, সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা রোধ করতে’। বিতর্কে মাত্র এক পয়েন্টের ব্যবধানে জয় লাভ করে সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। রানার্স আপ হয় হাজেরা তজু স্কুল এন্ড কলেজ। তিন দিন ব্যাপী হওয়া এই বিজ্ঞান মেলায় বিচারকের দেয়া নম্বরের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করে হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত তাসনীম এর প্রজেক্ট ‘সোলার সিস্টেম’। এই প্রজেক্টের সহযোগীতায় ছিলেন বিজ্ঞান শিক্ষক মো.ইলিয়াস ও পিকলু দাশ। ২য় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ আইয়ুব ভূঁইয়া, অধ্যক্ষ সরকারী কমার্স কলেজ। তিনি বলেন এই দেশ, এই ভাষা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। তৈলাক্ত বাঁশের অংক না পারলে জীবন বৃথা যায় না, ভাল ছাত্র হওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া জরুরি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম বিজ্ঞান পরিষদের সহ-সভাপতি জহরলাল ভট্টাচার্য্য ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ সম্পাদক ডেইজি মওদুদ। উপস্থিত ছিলেন দিলোয়ারা জাহান মেমোরিাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মারুফুল ইসলাম, নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম, সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ শেখর দত্ত, হাজেরা তজু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনছুর চৌধুরী, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ কুতুব উদ্দীন, অধ্যক্ষ ফাতেমা ইয়াসমিন ও হাজেরা-তজু স্কুল এন্ড কলেজের সদস্য ফাহিমা আনোয়ার ও শাকিলা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ দবির উদ্দিন খাঁন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নুশিস শিল্পকলা একাডেমি, চিটাগাং কিন্ডারগার্টেন, সনোয়ারা উচ্চ বিদ্যালয়, হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, নুরুল ইসলাম পৌর বালিকা বিদ্যালয়, হাজেরা তজু স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। খবর বিজ্ঞপ্তির