ভারত সফর করবেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী

8

আগামী সপ্তাহে ভারত সফর করবেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন লাভের আশায় তিনি এই সফর করবেন। দুই বছর আগে যুদ্ধ শুরুর পর দিল্লি সফর করা শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা হবেন তিনি। দুই ভারতীয় কর্মকর্তার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক থাকা দিল্লি ২০২২ সালে ইউক্রেন আক্রমণের জন্য মস্কোর নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এই সময়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বাড়িয়েছে দেশটি। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে অভিনন্দনের পাশাপাশি ইউক্রেন নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।